গোঁফের তৈরি স্যুটের নাম উঠল গিনেসে
প্রকাশিত : ১১:৩৬, ২৯ মার্চ ২০২২
অভিনব ভাবনা থেকেই আসে আকর্ষণীয় ডিজাইন, যা ট্রেন্ড সেট করে ফ্যাশান দুনিয়ায়। সময়ের সাথে পাল্লা দিয়ে দ্রুত গতিতে বদলাচ্ছে ফ্যাশান। ফল নতুনের সমাহার। আর তারই দৃষ্টান্ত হয়ে এলো মানুষের গোঁফের তৈরি আস্ত এক স্যুট।
অনেক পোশাক আছে যা আধুনিক ও অভিনব ভাবনার জেরে নিজেরাই একটি ব্র্যান্ড হিসেবে থেকে যায়। এটি ঠিক তেমনি, বিশ্বে প্রথমবারের মত এমন আবিষ্কার। যার নাম মো-হেয়ার স্যুট। এটি তৈরি করেছে পলিটিক্সি নামক একটি সংস্থা।
এই টু-পিস স্যুট একেবারেই বিরল একটি পোশাক। তবে গোঁফ দিয়ে তৈরি বলে মোটেও এড়িয়ে যাবেন না। রীতিমতো কন্ট্রাস্ট করে নানা রঙের গোঁফ দিয়ে এই পোশাকটি তৈরি। যা দেখেও তাজ্জব বনে যাবেন অনেকেই।
এটি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়। তৈরি করেছে ভিজ্যুয়াল আর্টিস্ট এবং ফটোগ্রাফার পামেলা ক্লিম্যান-পাসসি।
যিনি বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি এবং পুরুষদের প্রখ্যাত পোশাক প্রস্তুতকারী সংস্থায় কাজ করেন।
পোশাকটি সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি শো'এ প্রদর্শন করা হয়।
এই বিষয়ে পলিটিক্সি সংস্থার ইভেন্ট ম্যানেজার অ্যান্ড্রু ভান্স বলেন যে, ইতিমধ্যেই এই স্যুটটি স্পাইকস এশিয়া পুরস্কার জিতেছে। মেলবোর্ন ফ্যাশন ফেস্টিভ্যালেও আসছে এই পোশাক।
পুরুষদের প্রোস্টেট ক্যান্সার এবং আত্মহত্যায় যাদের মৃত্যু হয় তাদের উৎসর্গ করেই নতুন এই পোশাক ডিজাইনের ভাবনাটি এসেছে বলে জানিয়েছেন ভান্স।
সূত্রঃ এবিপি আনন্দ
আরএমএ