ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

গোগা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩, ২ জুলাই ২০২৪

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে শামিম হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছে।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোগা বিজিবি ক্যাম্পের অধীনস্থ হরিশচন্দ্রপুর সীমান্তে সোনাই নদীর তীরে।

নিহত শামিম গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে।

এলাকার লোকজন জানান, রোববার দুপুর একটার দিকে শামিম হোসেন বাংলাদেশ ও ভারত সীমান্তের সোনাই নদী পাড় হয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্য তাকে উদ্দেশ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শামিম আহত হয়। 

পরবর্তীতে নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নেন।

সাবেক হরিশচন্দ্রপুর ইউপি সদস্য বাবুল হোসেন জানান, শামিম হোসেনকে বিএসএফ রাবার বুলেট ছুড়ে আহত করেছে। চিকিৎসা কোথায় হচ্ছে জানা যায়নি।

এ ব্যাপারে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে। খবর পেয়ে তার বাড়িতে বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু বাড়িতে কেউ না থাকায় কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি