গোদাগাড়ী সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা
প্রকাশিত : ১১:০১, ১০ ডিসেম্বর ২০১৭
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে দুই বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একজনের লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার ভুবনপাড়া সীমান্তে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী। তিনি জানান, নিহতরা হলেন- নিহতরা হলেন আবু নাশরাফ ও এরশাদুল মিঠু।
খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
উপজেলার চার আশারিয়াদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া জানান, গত রাতে কয়েকজন বাংলাদেশির সঙ্গে নাশরাফ ও এরশাদুল ভারতে গরু আনতে যান। ফেরার পথে বিএসএফ তাঁদের পেছন থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে বিএসএফ জাওয়ানরা একজনের লাশ নিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
/ এআর /
আরও পড়ুন