ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপনে বিয়ে করলেন নুসরাত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অনেকের কাছেই তিনি ক্রাশ গার্ল। সুন্দরী এবং সু অভিনেত্রী। কিন্তু হঠাৎ করে একি শোনা যাচ্ছে! টালিউডে গুঞ্জন উঠেছে এই নায়িকা নাকি ব্যাচেলর নন। কলকাতার নুসরত জাহান নাকি বিবাহিত। এমনটাই শোনা যাচ্ছে।

টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরত জাহান কয়েক বছর আগে নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। যদিও গোপনে বিয়ে করেছেন তবে তাঁরা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন।

রাজ চক্রবর্তীর শত্রু সিনেমা দিয়ে টলিউডে আত্মপ্রকাশ ঘটে নুসরতের। তারপর টলিউডে একের পর এক সিনেমা দিয়ে ভক্তদের ক্রাশে পরিণত হয়েছেন এ নায়িকা।

জানা গেছে, মাঝে মাঝে সিনেমার শুটিংয়ের জন্য নুসরাতকে বিদেশ যেতে হয়। আর ঠিক তখন থেকেই নাকি ভিক্টরের সঙ্গে পরিচয়।

ভিক্টর জামশেদপুরের ছেলে। সিভিল অ্যাভিয়েশনে চাকরি করেন তিনি। শোনা যাচ্ছে, বিয়ের পর থেকে নাকি নুসরত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি