গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন
প্রকাশিত : ১০:৫৭, ২৯ আগস্ট ২০২২
ঐক্য, শৃংঙ্খলাবোধ এবং ভ্রাতৃত্ববোধ এই স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার প্যারিসের বাঙ্গালী অধ্যুষিত এলাকা ক্যাথসীমার স্থানীয় একটি হল রুমে ফ্রান্স প্রবাসী গোপালগঞ্জবাসীদের স্বতস্পূর্ত অংশগ্রহণে এক মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। পরে শেখ আল মামুনের পরিচালনায়, শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ পারভেজ, শেখ টমাস, সোহেল শিকদার, কামরুল কাবুল, রিপন মজুমদার, লিটু ভ‚ইয়া, আনিছুর রহমান আনিচ সহ আরো অনেকে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন, এস এম মাসুদ রানা, সাধারণ সম্পাদক শেখ মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক লিপন মোল্লা, কোষাধ্যক্ষ দক্ষ মানব বালা। সংগঠনের প্রধান উপদেষ্ঠা হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী।
দায়িত্ব পাওয়া নতুন নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে গোপলাগঞ্জ জেলা বাসীকে ঐক্যবদ্ধ করাই তাদের মূল লক্ষ। বিদেশে একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে এই সংগঠন সবার জন্য কাজ করবে। বিশেষ করে প্রবাসী মৃত দেহ দেশে প্রেরণ, বিভিন্ন উৎসব পার্বনে সবাইকে সাথে নিয়ে উদযাপন, ফ্রান্সে আসা নতুন ব্যাক্তিকে সঠিক গাইড লাইন ও কাজের ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ হবে এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
এসময় নির্বাচিত নতুন নেতৃবন্দকে উপস্থিত গোপলাগঞ্জের ফ্রান্স প্রবাসীরা অভিনন্দন জানান এবং তাদেরকে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
এসি
আরও পড়ুন