ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনা বেসরকারিভাবে নির্বাচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৭ জানুয়ারি ২০২৪

গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচন কমিশন সচিবালয়ে স্থাপিত ফলাফল সংগ্রহ ও বিতরণ কেন্দ্রে কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম আজ রাতে এই ফলাফল ঘোষণা করেন। 

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী এম নিজাম উদ্দীন লস্কর একতারা প্রতীকে পেয়েছেন ৮৬৯। 
টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে ভোটার ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৫৩ হাজার ২৪৭ টি, বৈধ ভোট ২ লাখ ৫১ হাজার ৫২৪টি। এই আসনে বাতিল হয়েছে ১ হাজার ৭২৩ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৮৭ দশমিক ২৩ শতাংশ। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি