ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত : ১২:০০, ১২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:০০, ১২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Strikeগোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা কাউন্সিলর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। পৌরসভার কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে সকালে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। পরে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে অবস্থান নেয় তারা।  এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়ি ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গেলো রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি