গোলকিপারের কৃতিত্বে চেলসিকে হারাল আর্সেনাল
প্রকাশিত : ১১:৩৫, ২ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৫১, ২ আগস্ট ২০১৮
গোলরক্ষক পিওতর চেকের কারিশ্মায় চেলসিকে হারিয়েছে আর্সেনাল। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে পেনাল্টি শুট আউটে চেলসিকে ৬-৫ গোলে হারাল টিম আর্সেনাল। এদিকে সাবেক ক্লাবের বিপক্ষে বীরের মতো লড়লেন পিওতর চেক।
১১ বছর চেলসিতে থাকার পর ২০১৫ সালে আর্সেনালে যোগ দেন চেক। চোকোস্লোভাকিয়ার এই গোলরক্ষক তার সাবেক ক্লাবের বিপক্ষে আবার দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়ে। তাতে ১-১ গোলে নির্ধারিত সময় ড্র হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ গোলে জিতল গানাররা।
প্রথমার্ধে স্পট কিক থেকে নেওয়া আলভারো মোরাতার শট রুখে দেন চেক। তাছাড়া পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল ষষ্ঠ মিনিটে আন্তোনিও রুদিগারের লক্ষ্যভেদী হেডে এগিয়ে যাওয়া চেলসি। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ১৭ সেকেন্ড আগে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের সমতা ফেরানো গোলে ম্যাচের ফল নির্ধারণ হয় টাইব্রেকারে।
দুই দলই প্রথম ৫টি শটে গোল করেছে। ষষ্ঠ শটে রুবেন লোফটাস চিককে প্রতিহত করে গানারদের জয় নিশ্চিত করেন চেক। এদিন দুইটি পেনাল্টি শট ফিরিয়ে দেন আর্সেনালের এই গোলকিপার।
এমজে/