ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হীরক জয়ন্তী বর্ষ

গোল্ডেন গ্লোবে কোন পুরস্কার কার হাতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৫০, ৯ জানুয়ারি ২০১৮

লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল ৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। এক নজরে দেখে নেওয়া যাক কার হাতে কোন পুরস্কার :

চলচ্চিত্র

সেরা চলচ্চিত্র-ড্রামা : থ্রি বিলবোর্ডস আউটসাইড ইববিং, মিসৌরি

সেরা চলচ্চিত্র (মিউজিকাল বা কমেডি) : লেডি বার্ড

সেরা পরিচালক (চলচ্চিত্র) : গিলেরমো ডেল টোরো (দ্য শেইপ অব ওয়াটার)

সেরা চলচ্চিত্র অভিনেত্রী (ড্রামা) : ফ্র্যান্সেস ম্যাক ডর্ম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা চলচ্চিত্র অভিনেতা (ড্রামা) : গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)

সেরা চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিকাল বা কমেডি) : সিওরশা রোনান (লেডি বার্ড)

সেরা চলচ্চিত্র অভিনেতা (মিউজিকাল বা কমেডি) : জেমস ফ্রাঙ্কো (দ্য ডিসাস্টার আর্টিস্ট)

সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : এলিসন জ্যানি (আই টনিয়া)

সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন) : কোকো

সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা) : ইন দ্য ফেড

সেরা সংগীত : দ্য গ্রেটেস্ট শোম্যান (দিস ইস মি)

সেরা অরিজিনাল স্কোর (চলচ্চিত্র) : দ্য শেপ অব ওয়াটার

সেরা চিত্রনাট্য : মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)

টেলিভিশন

সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : দ্য হ্যান্ডমেইড’স টেইল

সেরা সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : বিগ লিটল লাইস

সেরা টেলিভিশন সিরিজ (মিউজিকাল বা কমেডি) : ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’

সেরা অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস)

সেরা অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : ইওয়ান ম্যাক গ্রেগর (ফার্গো)

সেরা অভিনেত্রী (টেলিভিশন-ড্রামা) : এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেইল)

সেরা অভিনেতা (টেলিভিশন-ড্রামা) : স্টার্লিং কে ব্রাউন (দিজ ইজ আস)

সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ-মিউজিকাল বা কমেডি): র‍্যাশেল ব্রোসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)

সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ-মিউজিকাল বা কমেডি) : আজিজ আনসারি (মাস্টার অব নান)

সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : লরা ডার্ন (বিগ লিটল লাইস)

সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : আলেক্সান্ডার স্কার্সগার্ড (বিগ লিটল লাইস)

তবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত সকল কুশীলবদের কাল পোশাক পরে উপস্থিতি সকলের নজর কাড়ল। হলিউডের যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কালো পোশাক পরার সিদ্ধান্ত নেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি