ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

গোল্ডেন বুট পেলেন লাউতারো মার্টিনেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১৫ জুলাই ২০২৪ | আপডেট: ১৩:৫১, ১৫ জুলাই ২০২৪

কোপা আমেরিকার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ফাইনাল শেষে টুর্নামেন্টজুড়ে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়ানো ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। 

ফাইনালে যার একমাত্র গোলে শিরোপা পেয়েছে আর্জেন্টিনা সেই লাউতারো মার্টিনেজ পেয়েছেন গোল্ডেন বুট। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল এসেছে তার পা থেকে। ফাইনাল ম্যাচ ছাড়াও কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে একটি, গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে দুটি এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে এক গোল করেন এই ফরোয়ার্ড।

টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার আলোচিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবারের টুর্নামেন্টে আরও একবার নিজের জাত চিনিয়েছেন এই গোলরক্ষক। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে সাফল্য ছাড়াও টুর্নামেন্টে আর্জেন্টিনার গোলমুখে অতন্দ্র প্রহরীর ভূমিকায় ছিলেন মার্টিনেজ। 

এই আর্জেন্টাইন ৬ ম্যাচে মোটে এক গোল হজম করেছেন, পাঁচ ম্যাচে রেখেছেন ক্লিনশিট।

ফাইনালে দল হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজের হাতে। এক আসরে লিওনেল মেসির পাঁচ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে এবার ছয় অ্যাসিস্ট করেছেন এই কলম্বিয়ান, সঙ্গে একটি গোলও রয়েছে তার।

এছাড়া টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ফাইনালে বিজিত দল কলম্বিয়া। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি