ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

গোসল করাই কাল হলো ৭০ বছরের রোহিঙ্গা নারীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর আগে থেকে পুতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে দুই পা হারালেন ৭০ বছরের রোহিঙ্গা নারী সাবুকেন্নসা। গত ৩ সেপ্টেম্বর দুপুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বৃদ্ধা এ নির্মমতার শিকার হন বলে জানান তার ছেলের বউ খলিমা বেগম। 

শুক্রবার বিকেলে তমব্রু রোহিঙ্গা ক্যাম্পের কাছে দাঁড়িয়ে হাত উঁচিয়ে নিজ বাড়ি দেখিয়ে খলিমা বেগম বলেন, বৃদ্ধা আমার শাশুড়ী। ঐ ঘর আমাদের, বড় সংসার আমাদের। বাড়ি ছেড়ে আসতে মন চায়নি। কয়েক একর জমিতে ধান চাষ করেছি। প্রাণ বাঁচাতেই এপারে আসি।

শাশুড়ির আহত হওয়ার ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ক্যাম্পে গোসলের কোনো ব্যবস্থা নেই। কয়েক দিন গোসল না করতে পারায় শাশুড়ী অস্থির হয়ে যান। গত ৩ সেপ্টেম্বর দুপুরে তিনি সাবুকেন্নসা বাড়িতে যান গোসল করতে। গোসল সেরে সীমানার কাছে আসতেই বিকট শব্দ হয়। বোমায় (ল্যান্ডমাইন) এক পায়ের হাঁটুর নিচ থেকে উড়ে যায়। আরেক পায়ের মাংসও ছিঁড়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে ফেরত দিলে উখিয়ায় খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা তার দু’পা-ই কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি