ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গোয়ায় ছুটি কাটাচ্ছেন সোনিয়া গান্ধী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২৮ ডিসেম্বর ২০১৭

ভারতের অন্যতমত পর্যটন নগরী গোয়ায় ছুটি কাটাচ্ছেন সোনিয়া গান্ধী। সম্প্রতি ছেলে রাহুল গান্ধীর কাছে কংগ্রেসের দায়িত্ব দিয়ে নির্ভার দিন কাটাচ্ছেন সোনিয়া।

৭১ বছর বয়সী সোনিয়া গান্ধী ১৯ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন। চলতি মাসের ১৬ তারিখ ছেলে রাহুল গান্ধী দলের সভাপতি হিসেবে দায়িত্ব নেন।এরপর থেকেই সোনিয়া কোথাও ছুটি কাটাতে যাবেন বলে শোনা যাচ্ছিল।

বড়দিনের পর গত ২৬ তারিখ তিনি দিল্লী থেকে গোয়া যান। সেখানে সাইকেল চালানো অবস্থায় হাস্যোজ্জ্বল সোনিয়াকে ফ্রেমবন্দী হতে দেখা যায়।

গোয়ায় হোটেল লীলায় তিনি অবস্থান করছেন বলে জানায় দ্য রিপোর্ট। আজ কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুপস্থিত থাকবেন সোনিয়া।

জানুয়ারির প্রথম সপ্তাহে তিনি দিল্লী ফিরে আসবেন বলে জানা যায়।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি