ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্যারি ওল্ডম্যান অস্কারে সেরা অভিনেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সেরা অভিনেতার পুরস্কার জিতলেন গ্যারি ওল্ডম্যান। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম আসরে ‘ডার্কেস্ট আওয়ার’ সিনেমাতে যুক্তরাজ্যের প্রয়াত প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল।

পুরস্কার হাতে নিয়ে গ্যারি ওল্ডম্যান মাকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার সহযোগীতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। অপেক্ষা করো, তোমার জন্য এই পুরস্কারটি নিয়ে আসছি।’

সেরা অভিনেতা বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন টিমোথি শালামে (কল মি বাই ইউর নেম), ড্যানিয়েল ডে-লুইস (ফ্যান্টম থ্রেড), ড্যানিয়েল কালুইয়া (গেট আউট) কিংবা ডেনজেল ওয়াশিংটন (রোমান জে ইসরায়েল, এস্ক)। তবে গ্যারিকেই ফেভারিট ভাবা হচ্ছিলো শুরু থেকে। শেষ পর্যন্ত তিনিই হাসলেন শেষ হাসি।

সূত্র : নিউজ ইয়র্ক টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি