গ্যাস বিতরণ খরচ ঘনমিটারে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব (ভিডিও)
প্রকাশিত : ১৪:৫০, ১৯ জুন ২০১৮
এলএনজির সাথে যুক্ত হওয়ায় পর উন্নত সেবা দিতে গ্যাস বিতরণ খরচ ঘনমিটারে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে কর্নফুলী গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি। গণশুনানিতে তাদের এ প্রস্তাবকে অযৌক্তিক বলেছেন বিশেষজ্ঞরা। তবে এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সব যাচাই বাছাই করেই দাম ঠিক করা হবে।
গ্যাসের চাহিদা সামাল দিতে এ মাস থেকেই পাইপলাইনে এলএনজি সরবরাহ করার কথা। আমদানি করা এলএনজি ব্যয় বহুল হওয়ায় দাম সমন্বয়ের কথা বলে আসছিলো সরকার। আর সেকারনেই গণশুনানি করছে বিইআরসি। গণশুনানিতে গ্যাস বিতরণ খরচ ঘনমিটারে ৮০ পয়সা দাম বাড়ানোর প্রস্তাব করে কর্নফুলী গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি।
তবে এনার্জি রেগুলেটরী কমিশনের পুনর্মূল্যায়ন কমিটি বলছে, দাম বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক।
একই মত জ্বালানি বিশেষজ্ঞদের।
এনার্জি রেগুলেটরী কমিশন বলছে সবকিছু যাচাই বাছাইয়ের পরই গ্যাস বিতরণে দামের বিষয়টি চূড়ান্ত করবেন তারা।
আরও পড়ুন