গ্যাস সিলিন্ডার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তদারকির আহ্বান বিশেষজ্ঞদের
প্রকাশিত : ১৫:৩৩, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৩, ১১ এপ্রিল ২০১৬
যমদূত সঙ্গে নিয়েই যেন চলছে সিএনজি চালিত গণপরিবহন। রাজধানীসহ বিভিন্ন স্থানে সিলিন্ডার বিস্ফোরনে প্রায়ই মারা যাচ্ছে মানুষ। অনুসন্ধানে দেখা গেছে, মেয়াদোত্তীর্ন এবং নিম্নমানের গ্যাস সিলিন্ডার ব্যবহারের কারনেই এসব ঘটছে। গ্যাস সিলিন্ডার সময় মতো পরীক্ষা-নিরীক্ষা এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তদারকির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গনপরিবহনে সিলিন্ডার বিস্ফোরনের কারনে হতাহতের খবর এখন নিয়মিত ঘটনা। রাজধানীসহ সারাদেশে লক্ষাধিক যানবাহনের সিলিন্ডার মেয়াদ উত্তীর্ন হলেও রিটেস্ট করা হচ্ছে না। এখনই এ ব্যাপরে সতর্ক না হলে ভবিষতে আরও বড় দূর্ঘটনার আশংকা থেকেই যায়।
কয়েক বছরে সারদেশে শতাধিক যানবাহনে সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। কারন রাস্তায় যেসব যানবাহন চলছে তার প্রায় সবই মেয়াদ উত্তীর্ন। মালিক কিংবা চালক কেউই জানেন না পাঁচ বছর পর পর সিএনজি চালিত সিলিন্ডার রিটেস্ট করতে হয়।
নিম্ন নের সিলিন্ডার ব্যবহার এবং অনুমোদনহীন সিএনজি স্টেশন থেকে যানবাহন গ্যাসে রুপান্তরিত করার ফলেও ঘটছে এই অনাকাঙ্খিত দূর্ঘটনা। গ্যাস সিলিন্ডার সংক্রান্ত কোন নীতিমালা না থাকাটাও দূর্ঘটনার অন্যতম কারন বলেও মনে করছেন সংশ্লিস্টারা।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা না করায় নিরাপত্তা ঝুকিতে জনসাধারন। তাই এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে দেখভাল করার আহ্বান জানান তারা।
তবে একথায় সবাই স্বীকার করে নিলেন, কঠোর তদারকি না হলে, সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় হতহতের সংখ্যা ভয়াবহ উদ্বেগের কারন হয়ে দেখা দিতে পারে।
আরও পড়ুন