ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গ্যাসের অবৈধ সংযোগ,বাড়ছে দুর্ঘটনার ঝুকি (ভিডিও)

প্রকাশিত : ১৭:১০, ২৬ জানুয়ারি ২০১৯

বাসা-বাড়িতে বৈধ গ্যাস সংযোগ দেয়া বন্ধ থাকলেও রাজধানীতে ক্রমেই বাড়ছে অবৈধ গ্যাসের সংযোগ। বিভিন্ন বস্তি এমনকি আবাসিক ভবনেও দেয়া হচ্ছে গ্যাসের অবৈধ সংযোগ। তিতাসের অসৎ কর্মচারিদের যোগসাজসে এ’সব সংযোগ দেয়া হচ্ছে। বিনিময়ে তারা মাসে মাসে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। একইভাবে অবৈধ সংযোগ দেয়া হচ্ছে বিদ্যুতেরও।

গ্যাসের যথেচ্ছ ব্যবহার এবং অপব্যয় বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বন্ধ হয়নি অবৈধ গ্যাস সংযোগ প্রদান।

রাজধানীর বিভিন্ন বস্তিতে রয়েছে গ্যাসের হাজার হাজার অবৈধ সংযোগ। নিন্মমানের পাইপ দিয়ে কারিগরি জ্ঞান ছাড়াই এ’সব লাইন টানা হয়েছে অপরিকল্পিতভাবে। আর এই ঝুকিপূর্ণ লাইনের গ্যাস দিয়ে প্রতিদিন রান্না করছে হাজারো বস্তিবাসী।

মিরপুর এক নম্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের বস্তিতে দেখা যায়, চুলা এমনকি পাইপের বিভিন্ন স্থান থেকে লিক হয়ে গ্যাস বের হচ্ছে। এর মধ্যেই বসবাস করছে বস্তিবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, এখানকার দুইশ’ ঘরে গ্যাস লাইন সংযোগের কোনো অনুমোদন নেই। স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি ও মিরপুর আঞ্চলিক অফিসের কর্মচারিদের যোগ-সাজসে দেয়া হয়েছে গ্যাসের লাইন।

তবে, তিতাসের পরিচালক অপারেশন কামরুজ্জামান খান বললেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান চালানো হয়।

কোনো কর্মকর্তা- কর্মচারির বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি