ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্যাসের আগুনে দগ্ধ হয়ে বাবার পর মারা গেল মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ হয়ে বাবার মৃত্যুর ১৫ দিন পর মারা গেল মেয়ে লাবণী আক্তার জাহিদা (১১)। এ দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হন।

রোববার (১ জানুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাবণীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এসএম আইউব হোসেন। তিনি জানান, লাবণীর শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর সকাল ৬টার দিকে উপজেলার ডহরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একই পরিবারের ৪ জন দগ্ধ হন।

দগ্ধদের ওইদিনই বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর রাতে মারা যান লাবনীর বাবা জাহিদ। দগ্ধ অন্যরা হলেন মা রুমা বেগম (২৭) ও ভাই ইয়াসিন (৮)।

দগ্ধ রুমা বেগম জানান, পাঁচতলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন তারা। তার স্বামী জাহিদ একটি কারখানায় চাকরি করতেন। ওইদিন সকাল ৬টায় তিনি রান্না করার জন্য উঠেন। রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। 

তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে রুমে থাকা ফ্রিজ ও টেলিভিশনে বিকট বিস্ফোরণ ঘটে। তখন তার শরীরে আগুন লেগে যায়। এ ছাড়া রুমে ঘুমিয়ে থাকা দুই সন্তান ও স্বামীর শরীরও ঝলসে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, রুমার শরীরে ২৩ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। 

লাবণী স্থানীয় একটি স্কুলে ৫ম শ্রেণিতে পড়তো, আর ইয়াসিন ২য় শ্রেণিতে পড়ে। তাদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি