গ্যাসের দাম বেশি নেয়ায় ৩৬ হাজার টাকা জরিমানা
প্রকাশিত : ১৪:০৩, ৫ এপ্রিল ২০২৩
নড়াইলে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেয়ায় বিক্রেতাদের ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে সরকার এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও জেলার বিভিন্ন এলাকায় তা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল, আশ্রম রোড, জেলাখানা এলাকা এবং লোহাগড়া বাজার ও কালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দাম বেশি নেয়ায় ১০টি মামলায় গ্যাস বিক্রেতাদের ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামে বিক্রি ও মূল্যতালিকা টানানোর জন্য সবাইকে সর্তক করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।
এএইচ
আরও পড়ুন