ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

গ্র“প চ্যাম্পিয়ন হতে কাল বাংলাদেশ মোকাবেলা করবে দুর্দান্ত ফর্মে থাকা নামিবিয়াকে

প্রকাশিত : ১৯:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার ৩টি খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো খেলাই সকাল ৯টায় শুরু হবে। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ গ্র“প চ্যাম্পিয়ন হতে মোকাএবলা করবে দুর্দান্ত ফর্মে থাকা নামিবিয়ার। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ের এবং দক্ষিণ আফ্রিকা-স্কটল্যান্ডের সঙ্গে খেলবে। এ গ্র“প থেকে ইতিমধ্যেই বাংলাদেশ ও নামিবিয়া ২ খেলা থেকে পূর্ণ ৪ পয়েন্ট করে পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাই গ্র“পের শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনাল হিসেবেই। যে জিতবে সে দলই গ্র“প চ্যাম্পিয়ন। bd preনিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। সেই ধারা অব্যাহত রেখে স্কটল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা। এবার গ্র“প চ্যাম্পিয়ন হতে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবেতারা। এদিকে নামিবিয়া ২ ম্যাচ জিতে প্রথম বারেরমত কোয়ার্টার ফাইনালে উঠেছে। টুর্নামেন্টের শুরু থেকেই জলে উঠেছে তারা। এবার লক্ষ গ্র“প চ্যাম্পিয়ন হওয়া। এদিকে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সি গ্র“প থেকে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের সংগ্রহ সমান ২ পয়েন্ট করে। জিতলেই শেষ আটে ইংল্যান্ডের সঙ্গি হবে তারা। এমন সমিকরণ মাথায় নিয়েই মাঠে নামবে দু’দল। কক্সবাজার একাডেমী মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। এ গ্র“প থেকে এ দু’দল এরই মধ্যে বিদায় নিয়েছে। তাই নিয়ম রক্ষার খাতিরেই খেলবে দল দু’টি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি