ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

গ্রানাডাকে হারিয়েছে সেভিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২২ এপ্রিল ২০১৭

স্প্যানিশ ফুটবল লিগ- লা লিগায় গানসোর জোড়া গোলে গ্রানাডাকে ২-০ ব্যবধানে হারিয়েছে সেভিয়া।
নিজেদের মাঠে জয়ের দুটি গোলই আসে ম্যাচের প্রথমার্ধে। ৪ মিনিটে গোল করে সেভিয়াকে লিড এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গানসো। আর ৪৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটিও আসে এই মিডফিল্ডারের কাছ থেকে। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় গ্রানাডা। তবে, সাফল্য পায়নি তারা। দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে দু’দল। এই জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে সেভিয়া। আর ২০ পয়েন্ট নিয়ে গ্রানাডার অবস্থান ১৯ নম্বরে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি