ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রানার ফুটবলার কুইন্সির জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৩১, ১৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৩১, ১৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কুইন্সি জেমস আবেয় গ্রানার পেশাদার ফুটবলার। খুব কম সময়ে ফুটবলে অসাধারণ দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছে সর্মকদেও মন। তাঁর জন্ম ১৯৮৬ সালে আজকের এই দিনে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে। কুইন্সি জেমস আবেয়ের ৩১তম জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম কুইন্সি জেমস আবেয়। তবে, সবাই ভালোবেসে ডাকেন কুইন্সি নামে। তাঁর জন্ম নেদারল্যান্ডে হলেও তাঁর বাবার জন্ম স্থান ছিলো গ্রানায়। সেই সূত্রে পরবর্তীতে গ্রানারও সিটিজেনশীপ পায় কুইন্সি। যুব ক্যারিয়ারে নেদারল্যান্ডে হয়ে খেললেও বর্তমানে খেলছেন গ্রানাডার হয়ে। ১৯৯৩ সালে প্রথম খেলা শুরু করেন অ্যাজেক্স ক্লাবের জার্সিতে। এই ক্লাবে ৯ মৌসুম খেলে চলে যান আর্সেনাল ক্লাবে। আর আর্সেনালের হয়ে যুব ক্যারিয়ারের খেলেন এক মৌসুম। ২০০৩ সালে বয়সভিত্তিক ক্যারিয়ারের মাঠে নামনে আর্সেনালের হয়ে। আর খেলেছেন ২০০৬ সাল পর্যন্ত। ২০০৬ সালে নতুন করে খেলেন স্পার্টাক মসকোর সাথে। এ্ধসঢ়;ই ক্লাবের হয়ে খেলেছেন ২০১০ সাল পর্যন্ত। আর এই ক্লাবের হয়ে মাঝে ধারে খেলেন সেল্টা ভিগো, বার্মিংহাম সিটি, কার্ডিফ সিটি ও  পোর্টসমাউথ ক্লাবে। ভালো খেলায় ক্যারিয়ারে মাঠ মাতিয়েছেন অনেক ক্লাবের হয়েই। ২০১০ সালে চুক্তিবদ্ব হন ্ধসঢ়;আল-সাদ ক্লাবের সঙ্গে। এছাড়া খেলেছেন মালাগা, পানাথানাইকস ও বোভিসটা ক্লাবে। ২০১৫ সাল পর্যন্ত বোভিসটা ক্লাবে খেলার পর নতুন করে আর কোন ক্লাবের সঙ্গে চুক্তিতে যাননি কুইন্সি। কুইন্সির খেলা শুরু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিলো না। ২০০৫-৬ মৌসুমে খেলেন নেদারল্যান্ডস অনুর্ধ্ব-২১ দলে। আর ২০০৮ সাল থেকে খেলে যাচ্ছেন গানার জাতীয় দলে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি