ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রাম পুলিশ বাহিনীকে ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারিদের মতো বেতন স্কেল দেয়ার দাবিতে অনশন

প্রকাশিত : ২১:১৭, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২১:২৬, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

v policeগ্রাম পুলিশ বাহিনীকে ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারিদের মতো বেতন স্কেল দেয়ার দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন করে তারা। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসচিব এম এ নাছের বলেন, সারাদেশে প্রায় অর্ধলক্ষ গ্রাম পুলিশ মানবেতর জীবন যাপন করছে। অথচ তারা মাসিক বেতন পান মাত্র তিন হাজার টাকা। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি