ঢাকা, শুক্রবার   ২৮ জুন ২০২৪

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১১ মে ২০১৭ | আপডেট: ১৮:২১, ১১ মে ২০১৭

গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পটিয়ায় জঙ্গলখাইন ইউনিয়নে প্রতিবন্ধী, বৃদ্ধ এবং বিধবাদের ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। সংসদ সদস্য আরো বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ গরীব, অসহায় মানুষদের ভাগ্যের পরিবর্তন করতে সরকার সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে জঙ্গলখাইন ইউনিয়নের ৭শ’ মানুষের মধ্যে প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিধাব ভাতা বিতরণ করা হয়।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি