গ্রুপ পর্বে স্পেনকে চান না মেসি
প্রকাশিত : ১৫:২৩, ৯ নভেম্বর ২০১৭
নানা জল্পনা-কল্পনা শেষে বিশ্বকাপের টিকিটে পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের লক্ষ্য এবার বিশ্ব জয়ের। স্বপ্ন পূরণের প্রথম ধাপে বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে খেলতে চান না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একসময় ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে শেষ রাউন্ডে মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে একুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরিই বিশ্বকাপে উঠে যায় ম্যারাডোনার উত্তরসূরীরা।
বার্সেলোনার জার্সিতে সব শিরোপা জিতেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে বিশ্বকাপ হাতছাড়া হয় আর্জেন্টিনার। পরের দু’বছর টানা কোপা আমেরিকার ফাইনালে উঠেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। আসছে বিশ্বকাপ জিতেই হতাশার ইতি টানতে চান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
আগামী বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে রাশিয়া আছে আর্জেন্টিনা দল। সেখানেই এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা বলেন মেসি।
মেসি বলেন, বিশ্বকাপের গ্রুপে আমি স্পেনকে এড়াতে চাইবো। কারণ তারা খুব কঠিন প্রতিপক্ষ।
আর্জেন্টাইন অধিনায়কের মতে, এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন ছাড়া থাকবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল, চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও ১৯৯৮ সালের শিরোপাজয়ী ফ্রান্স। অন্যদের এগিয়ে রাখলেও নিজেদেরও ভালো সম্ভাবনা দেখছেন মেসি।
সূত্র : মেইল অনলাইন
এমআর/ডব্লিউএন