গ্রুপ পর্বেই বিদায় নিল যে চ্যাম্পিয়নরা
প্রকাশিত : ১১:২২, ২৯ জুন ২০১৮ | আপডেট: ১১:২৭, ২৯ জুন ২০১৮
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জার্মানির কোচ জোয়াকিম লোর কান্না ফুটবল প্রেমীদের হৃদয়ে রেখাপাত করে গেছে। তবে এ কান্না চ্যাম্পিয়ন হিসেবে জার্মানি-ই শুধু কাঁদেনি, এর আগে আরও বহুদল কেঁদেছে। এবার থাকছে তার আয়োজন-
ফ্রান্স: দেশের মাটিতেই ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মুকুট ছিনিয়ে নিয়েছিল জিদানের ফ্রান্স। সালটা ছিল ১৯৯৮। অঘটনটা ঘটে ২০০২-এর বিশ্বকাপে। সেনেগালের কাছে ০-১ গোলে হেরে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ থেকেই ছিটকে যায় ফ্রান্স।
ইতালি: ২০০৬ সালের ৯ জুলাই। বার্লিনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও ইতালি। টাইব্রেকারে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নেয় ইতালি। পরের বিশ্বকাপে জোহানেসবার্গে হাড্ডাহাড্ডি ম্যাচের পর ইতালিকে ২-৩ গোলে হারিয়ে দেয় স্লোভাকিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে।
স্পেন: ২০১০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। অতিরিক্ত সময়ের শেষ চার মিনিটে দুরন্ত গোল করে স্পেনকে জয় এনে দেন আন্দ্রে ইনিয়েস্তা। কিন্তু, ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বেই ধরাশায়ী হতে হয় স্পেনকে। মাত্র ৩ পয়েন্ট নিয়ে ছিটকে যায় স্পেন।
জার্মানি: ২০১৮ সালের সবচেয়ে বড় বিপর্যয় গ্রুপ স্টেজ থেকেই জার্মানির বিদায়। রাশিয়া বিশ্বকাপে জার্মানি শুধু অপ্রত্যাশিত ভাবে দক্ষিণ কোরিয়ার কাছে হারলই না, আশি বছরের মধ্যে প্রথম বার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও ছিটকে গেল।
এমজে/