গ্রুপ ভিডিও চ্যাট অ্যাপ আনছে ফেসবুক
প্রকাশিত : ১০:২৬, ৭ জুলাই ২০১৭
বোনফায়ার নামে গ্রুপ ভিডিও চ্যাট অ্যাপ উন্নয়নে কাজ করছে ফেসবুক। খুব শিগগিরই এ অ্যাপ ব্যবহার করা হবে। এ অ্যাপ ব্যবহারের মাধ্যমে ২০০ কোটির বেশি ব্যবহারকারী লাইভ গ্রুপ ভিডিও চ্যাট করার সুবিধা পাবেন।
ফেসবুক গ্রুপ ভিডিও চ্যাট উন্নয়নে লাইফ অন এয়ার নামে একটি প্রযুক্তি স্টার্টআপের জনপ্রিয় গ্রুপ ভিডিও চ্যাট অ্যাপ হাইসপার্টির নকশা নকল করেছে। হাইসপার্টি অ্যাপটি এরই মধ্যে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগে।
জানা যায়, ফেসবুক বোনফায়ার চ্যাট অ্যাপ উন্নয়ন করলেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু এটি হাইসপার্টির নকল হবে বলে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে বিষয়টি ঘিরে ফেসবুকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সুত্র: ওয়েবসাইট
//আর//এআর
আরও পড়ুন