ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গ্রুপে শীর্ষস্থানের লড়াইয়ে মাঠে নামছে উরুগুয়ে-রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৫ জুন ২০১৮ | আপডেট: ১৬:৪৩, ২৫ জুন ২০১৮

শুরু থেকে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শনের মাধ্যমে এখন আকাশে উড়ছে বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দল রাশিয়া। ইতোমধ্যে টানা দুই ম্যাচে জয় নিয়ে তারা পৌঁছে গেছে নকআউট পর্বে। প্রথম দুই ম্যাচে পরপর জয় নিয়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েও নিশ্চিত করেছে শেষ ষোল।


তবে তৃপ্তির ঢেকুর তোলার কোন সুযোগ নেই দল দু’টির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার পরস্পরের মুখোমুখি হচ্ছে দল দুটি। সামারার ভলগা রিভার সিটিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে গ্রুপ সেরার স্থান দখলের জন্য।
এ’গ্রুপ থেকে ইতোমধ্যে সৌদি আরব ও মিশরকে বিমানের টিকিট নিশ্চিত করেছে দল দুটি। যে রাশিয়াকে র‌্যাংকিংয়ের নীচে থাকার কারণে আলোচনায় রাখা হয়নি সেই রাশিয়াই নিজ দেশের এই টুর্নামেন্ট এখন আলো ছড়াচ্ছে। আজকের ম্যাচে ড্র করতে পারলেই গোল ব্যবধানে গ্রুপ সেরার মর্যাদা পেয়ে যাবে দলটি। কারণ প্রথম দুই ম্যাচ থেকে ইতোমধ্যে ৮টি গোল আদায় করে নিয়েছে রাশিয়া।


গ্রুপ পর্বে যে অবস্থান নিয়েই যাক না কেন নকআউট পর্বে তাদের লড়তে হবে স্পেন অথবা পর্তুগালের মত ইউরো পাওয়ার হাউজের বিপক্ষে। তবে এখন পর্যন্ত বড় কোনো প্রতিরোধের মুখে না পরা উরুগুয়েকে নকআউট পর্বের বাঁধা টপকে আরও সামনে এগিয়ে যেতে হলে অবশ্যই রুশদের বিপক্ষে আসল পরীক্ষায় উত্তীর্ন হতে হবে।
কিন্তু স্বাগতিক দলও এখন আত্মবিশ্বাসে টগবগ করছে। কারণ সৌভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর এই প্রথম তারা বিশ্বকাপের গ্রুপ পর্ব অতিক্রম করতে সক্ষম হয়েছে। সর্বশেষ ১৯৮৬ সালে নকআউট পর্বে উঠেছিল তৎকালীন সৌভিয়েত ইউনিয়ন। সেখানে তারা পরাজিত হয়েছিল বেলজিয়ামের কাছে।

সাবেক ক্রীড়া ও রাশিয়ার বর্তমান উপ-প্রধানমন্ত্রী ভিটালি মুটকো বলেছেন, দলের এখনো নির্ভার হবার কোন অধিকার নেই। এখনো অঘোষিত ভাবে দেশটির ক্রীঙ্গনের তদারকিতে থাকা এই রুশ কর্মকর্তা বলেন, ‘আমাদের মিশন এখনো শেষ হয়নি। গ্রুপ সেরা হিসেবে আমরা নকআউট পর্বে খেলতে চাই।’

উরুগুয়ে দল:
গোলরক্ষক : মার্টিন কামপানা (১২), ফার্নান্দো মুসলেরা (১), মার্টিন সিলভা (২৩)।
রক্ষণ ভাগ : মার্টিন ক্যারোস (২২), সেবাস্টিন কোটস (১৯), হোসে মারিয়া গিমেনেজ (২), দিয়েগো গোডিন (৩), ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা (১৬), গ্যাস্টন সিলভা (১৩), গুইলারমো ভারেলা (৪)।

মধ্য মাঠ: জোনাথন উরেটাভিসকায়া (২০) গিওর্গিয়ান ডি আরাসকায়েটা(১০), রডরিগো বেনটানচার (৬), দিয়েগো লাক্সাল্ট (১৭), নাহিটান নানডেজ(৮), ক্রিস্টিয়ান রডরিগুয়েজ(৭), কার্লোস সানচেজ (৫), লুকাস টোরেইরা (১৪), মাটিয়াস ভেসিনো (১৫)।

আক্রমণ ভাগ : এডিনসন কাভানি (২১), ম্যাক্সিমিলিয়ানো গোমেজ (১৮), লুইস সুয়ারেজ (৯), ক্রিস্টিয়ান স্টুয়ানি(১১)।

কোচ: অসকার তাবারেজ।

রাশিয়া দল:
গোলরক্ষক: ইগর আকিনফিব(১), ভ্লাদিমির গাবুলভ(২০), আন্দ্রেই লুনেভ (১২)।
রক্ষণ ভাগ: ভ্লদিমির গ্রানাট(১৪), ফিডর কুদরিয়াশভ (১৩), লিয়া কুটেপভ (৩), আন্দ্রেই সেমিনিয়ভ (৫), ইগর স্মলনিকভ (২৩), মারিও ফার্নান্দেস(২), সের্গেই ইগনাশেভিচ(৪)।


মধ্য মাঠ: ইউরি গাজিন্সকাই(৮), এ্যালান ডিজাগোয়েভ (৯), আলেক্সেই মিরানচুক (১৫) আলেক্সান্ডার গোলেভিন (১৭), আলেক্সান্ডার এরোখিন(২১), ইউরি ঝিরকভ (১৮), ডালের কুজিয়ায়েভ (৭), রোমান জোবনিন(১১), আলেক্সান্ডার সামেদভ(১৯), এ্যান্টন মিরানচুক(১৬), ডেনিস চেরিশেভ (৬),
আক্রমণ ভাগ: আরটেম দিজিউবা(২২), ফিওডর সমোলভ (১০)।
কোচ: স্তানিসলাভ চেরচেসভ
সূত্র : বাসস
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি