ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্রেসনোটের হিসেবে চ্যাম্পিয়ন সম্ভাবনায় এগিয়ে ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৮, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। বিশাল এ আয়োজনকে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ। এবারের মহাযজ্ঞে ফেবারিটদের তালিকায় কারা আছে; কোন দল এবার চ্যাম্পিয়ন হতে পারে, গোল্ডেন বুট উঠবে কার হাতে ইত্যাদি। তবে এসব হিসেব-নিকেশে গ্রেসনোট এর গাণিতিক হিসাব বলছে এবার খেলার আসরে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল।    

স্বাভাবিকভাবেই বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনার ভক্ত বেশি। এক মাসের এই আসর ঘিরে আরও আগে থেকেই শুরু হয়েছে নানান হিসাব নিকাশ। গ্রেসনোটের গাণিতিক হিসাব যখন নেইমারদের জয়ের পাল্লা এগিয়ে দিচ্ছে, তখন মেসিভক্তদের শিবিরে নামছে অখুশির ছায়া। 

গ্রেসনোট বিশ্বের অন্যতম তথ্য-উপাত্ত সরবরাহকারী একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা রাশিয়া বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন কারা হবে- সে বিষয়ে সম্প্রতি একটি গাণিতিক হিসাব করেছে তারা। প্রায় ১০ লাখ সম্ভাবনার হিসাব মিলিয়ে প্রাপ্ত তালিকায় সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে নাম উঠে এসেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। নেইমারদের পর এবারের বিশ্বকাপ জয়ের বেশি সম্ভাবনা স্পেনের। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি আছে তৃতীয় স্থানে। আর্জেন্টিনা আছে চার নম্বরে।

এই হিসাবে দলগুলোর সাম্প্রতিক অতীতের পারফরম্যান্সকে বিবেচনায় নেওয়া হয়েছে। তাতে দেখা গেছে, গত বিশ্বকাপের পর ব্রাজিল মাত্র চারটি ম্যাচ হেরেছে। ২০১৬ সালের পর মাত্র একটি। গত ১২টি বিশ্বকাপের ফাইনাল খেলা ৭ দলের বাইরের কারও এবারের ফাইনালে ওঠার সম্ভাবনা ৮১ শতাংশ। গ্রেসনোটের হিসাবে, পেরু বা কলম্বিয়া সেই বিস্ময় উপহার দিতে পারে। বিশ্বকাপে নতুন কোনো দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৪৭ শতাংশ।  

আরকে//এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি