ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গ্র্যান্ডমাস্টার জিয়াকে শ্রদ্ধায় চির বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ৬ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

শনিবার ৬ জুলাই সকালে জাতীয় ক্রীড়া পরিষদে শেষবারের মত এসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়া, কিন্তু নিথর দেহ নিয়ে। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের অনেকেই।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। জিয়ার চলে যাওয়া দাবার অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন তিনি,‌ ‘অনেকেই টুর্নামেন্টের পুরস্কার ও নানা সুযোগ-সুবিধা কম হলে খেলতে চাইতেন না। জিয়া কখনোই এরকম ছিলেন না। সব টুর্নামেন্টেই তিনি অংশগ্রহণ করতেন। যেন অন্যরা তার মাধ্যমে শিখতে পারে।’ তার জীবনটাই ছিল দাবাময়। দাবা খেলতে খেলতেই চলে গেলেন জিয়া। তাই জিয়ার স্মৃতি ধরে রাখার পরিকল্পনা ফেডারেশন সাধারণ সম্পাদকের, ‘আমাদের আলাদা একটি ফ্লোর পাওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যেই। সেখানে গ্র্যান্ডমাস্টার কর্নারের পরিকল্পনা ছিল। সেটা যতদিন না হয় আমরা বর্তমান ক্রীড়াকক্ষই জিয়ার নামকরণ করার উদ্যোগ গ্রহণ করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে পড়াশোনা করেও উন্নয়ন সেক্টরে চাকরি নেননি জিয়া। দাবা খেলে এবং কোচিং করিয়েই পরিবার চালিয়েছেন। তার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য বিসিএস ক্যাডারে যোগদান করেননি স্বামীর দাবাপ্রেমের জন্যই। একমাত্র ছেলে তাহসিন তাজওয়ারও ফিদে মাস্টার। বাবা-ছেলে অলিম্পিয়াডও খেলেছেন। জিয়াই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

জিয়ার জানাজায় এসেছিলেন ক্রীড়াঙ্গনের অন্যতম অভিভাবক বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ এবং তিনি নিজও জিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি