ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ‍্যাওয়ার্ড পেলেন সাংবাদিক আউয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৫ মার্চ ২০২৩

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ‍্যাওয়ার্ড পেয়েছেন একুশে টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার আউয়াল চৌধুরী। দুবাইতে ১৭ মার্চ থেকে ২০ শে মার্চ পযর্ন্ত অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ও অ‍্যাওয়ার্ড অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের আন্ডার সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইকোনমি এইচ ই আবদুল্লাহ আহমেদ সালেহ। অনুষ্ঠানে চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়ার্ল্ড ইয়ুথ লিডারশিপ সামিট ও অ‍্যাওয়ার্ডের প্রেসিডেন্ট দিবাকার আরিয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের চার্য দ‍্যা এ‍্যাফেয়ারস (হেড অব মিশন) সীন মারফি, নরওয়েন এ‍্যাম্বাসির মিনিস্টার কাউন্সেলর ট্রনস এইচ গ্লোম‍্যান্স রুডি, ইউএই'র ইউক্রেনের রাষ্ট্রদূত দিমিত্র সেনিক, কিউবার রাষ্ট্রদূত, সার্বিয়া অ‍্যাম্বাসির হেড অব মিশনসহ বিশিষ্ট ব‍্যক্তিরা।

দুবাই সামিটে বিশ্বের বিভিন্ন দেশের ডেলিগেটরা উপস্থিত হন। এই সামিট ও অ‍্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম দিন পরিচয় পর্ব বা নিজেদের মধ‍্য পারস্পরিক সম্পর্ক তৈরির ব‍্যবস্থা রাখা হয়। দ্বিতীয় দিন উন্মুক্ত আলোচনায় দারিদ্রতা, উন্নয়ন, অগ্রগতি, নারীর প্রতি বিষম‍্য ও সন্ত্রাস নিয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলায় করণীয় সম্পর্কেও বক্তব‍্য উপস্থাপন করা হয়। তৃতীয় দিন ডেলিগেটদের নিয়ে দুবাই সিটি ট‍্যুর ও ডেজার্ট সাফারির ব‍্যবস্থা রাখা হয়। 

আউয়াল চৌধুরীর জন্মস্থান ফেনী জেলার ছাগলনাইয়া থানার কাশীপুর গ্রামের চৌধুরী বাড়িতে। দীর্ঘ দুই দশক ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর
ডিগ্রি অর্জন করেন। 

আউয়াল চৌধুরী তার কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে নানা সম্মানে ভূষিত হয়েছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি ‘সংশপ্তক-২০২২’ অ‍্যাওয়ার্ড লাভ করেন এবং অনুসন্ধানী সাংবাদিকতায় শেরে বাংলা একে ফললুল হক গবেষণা পরিষদ তাকে ‘শেরে বাংলা গোল্ডেন অ‍্যাওয়ার্ড’ ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ‘অনুসন্ধানী সাংবাদিকতা ও গ্রন্থাগার প্রতিষ্ঠা’য় অবদানের জন্য অ‍্যাওয়ার্ড প্রদান করে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি