ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ঘন কুয়াশার সঙ্গে প্রচণ্ড শীত, উত্তরের জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:৫০, ১১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০৯:৫২, ১১ ডিসেম্বর ২০২৩

ঘন কুয়াশায় আচ্ছন্ন ঠাকুরগাঁওয়ের জনপথ

ঘন কুয়াশায় আচ্ছন্ন ঠাকুরগাঁওয়ের জনপথ

হঠাৎ করেই কনকনে শীত উত্তরের জেলাগুলোয়। চরাঞ্চলে অনুভূত হচ্ছে হিম বাতাস। শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী মানুষ।

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রংপুর। যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৬টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মাসের মাঝামাঝি ১০ ডিগ্রির নীচে নেমে আসতে পারে। 

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। 

দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলিত মাসে এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এদিকে, যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জেও দমকা হওয়া, ঘন কুয়াশা ও প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি