ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১৪ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্নস্থানে ঘন কুয়াশার সাথে বেড়েছে শীত। সেই সাথে দেখা দিয়েছে ঠাণ্ডাজনিত রোগ। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলো রয়েছে দুর্ভোগে। গবাদিপশু নিয়েও বিপাকে পরেছেন তারা।

গাইবান্ধায় তীব্র শীতে জনবীবন বিপর্যস্ত। সেই সাথে চরাঞ্চল ও গ্রামাঞ্চলে গবাদী পশুর শীত নিবারণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারীরা। শীতের কবল থেকে রক্ষা করতে চট ও খড় শীতবস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।

বগুড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলোর বাড়ছে দুর্ভোগ। খড়কুঠো জ্বালিয়ে শীত নিবারণ করছে মানুষ। প্রচণ্ড ঠাণ্ডায় কাজেও বের হতে পারছেন না তারা।

প্রচণ্ড শীত আর কদিন ধরে টানা শৈত প্রবাহে সিরাজগঞ্জের ৬ উপজেলায় যমুনায় ৫০ হাজার জেলে চরম দুর্ভোগে রয়েছে। বন্ধ রয়েছে মাছ ধরা।

স্থানীয়রা জানান, অতিরিক্ত ঠাণ্ডা। হাত-পা বের করাই যায় না, কাজ কিভাবে করবো।

জামালপুরে প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে নিন্ম আয়ের মানুষের ভীড়। ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যাও।

চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।

এলাকাবাসী জানান, যারা দিন-মজুর করে খায়, এখন তাদের খুবই কষ্ট। শীতের জন্য তারা কোনও কাজই করতে পারছে না।
ভিডিও :


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি