ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮, ৪ জানুয়ারি ২০২৫

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ‌ নৌরু‌টে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি কতৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া অংশের সড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী সিরিয়ালে থাকতে দেখা গেছে। যেসব যানবাহন রাতে ঘাট পার হতে এসেছেন তারা দীর্ঘ সময় ঘাটে অবস্থান করে শীতে চরম দুর্ভোগে পরেছেন। 

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া সহকারী ঘা‌ট ব‌্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, কুয়াশার কার‌ণে গত রাত সাড়ে ১১টা থেকে এ নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে, তবে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ফেরি ঘাটে যানবাহনের সিরিয়াল রয়েছে বলে জানান তিনি।

এ নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি