ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৩১ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে রাতে কুয়াশা ছিল। তবে ঘনত্ব বেশি না থাকায় সতর্কতার সঙ্গে ফেরি চালান মাস্টাররা। ভোরের দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে একটি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ছয়টার দিকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে উভয় ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে।

তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি