ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘর ভাঙছে জুহির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩০, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিচ্ছেদের আবেদন করলেন ভারতিয় টেলিভিশনের আরও এক জুটি। তাইতো বছর শেষে দৃষ্টি এখন জুহি পারমার-শচিন শ্রফের দিকে। গত ৮ বছরের সম্পর্কের পর অবশেষে বিচ্ছেদের জন্য আবেদন করলেন টেলিভিশনের কুমকুম।

বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল জুহির সঙ্গে শচিনের সম্পর্কের অবনতি হচ্ছে। শুধু তাই নয়, জুহি, শচিন একসঙ্গে থাকছেন না বলেও শোনা যায়। অবশেষে বিচ্ছেদের জন্য আবেদন করলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এই জুটি।

সম্প্রতি জুহির জন্মদিনে গরহাজির ছিলেন শচিন। তখন থেকেই শুরু হয় জোর জল্পনা। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি জুহি, শচিনের কেউই। শোনা যাচ্ছে, জুহি, শচিনের একমাত্র মেয়ে সামাইরা বর্তমানে মায়ের কাছেই রয়েছে। তবে বছর চারের শিশুর দায়িত্ব শেষ পর্যন্ত জুহিকেই দেওয়া হতে পারে।

এদিকে বর্তমানে ‘শনি’র শুটিংয়ে ব্যস্ত জুহি। অন্যদিকে পরম অবতার শ্রী কৃষ্ণের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শচিন শ্রফ।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি