ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ঘরের মাঠে হারলো পিএসজি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৩ এপ্রিল ২০২৩

ফরাসি লিগে টানা দুই ম্যাচে হারলো পিএসজি। এবার ঘরের মাঠে অলিম্পিক লিঁওর কাছে ১-০ গোলে হেরেছে মেসি-এমবাপ্পেরা। গতবারের চ্যাম্পিয়নদেরকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ।

রোববার রাতে নিজেদের মাঠ পার্ক দ্যা প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই ধারহীন খেলে প্যারিসের দলটি।

প্রথমার্ধে পেনাল্টি পায় সফরকারীরা। তবে স্পটকিক ব্যর্থ হলে এ যাত্রায় রক্ষা পায় পিএসজি। 

বিরতির পর আর লিঁওকে আটকাতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫৪ মিনিটে ব্রাডলি বারকোলার একমাত্র গোলটিই গড়ে দেয় ব্যবধান। 

ম্যাচে কার্যকর ভূমিকা রাখতে পারেনি মেসি-এমবাপ্পেরা। উল্টো রক্ষণের দুর্বলতায় গোল হজম করল দলটি। ফলে নিজেদের মাঠে হারের হতাশা নিয়ে ফিরলো পিএসজি।

হারলেও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে পিএসজি। ৬ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিঁজ। আর লিঁওর অবস্থান টেবিলের নয় নম্বরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি