ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ঘরোয়া পদ্ধতিতে `হেয়ার স্ট্রেট` করতে চান? কাজে লাগবে মিল্ক প্যাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ৩০ আগস্ট ২০২২

ত্বকের পরিচর্যায় কাঁচা দুধ যে নানা ভাবে কাজে লাগে, সেকথা অনেকেরই জানা। তবে চুলের পরিচর্যাতেও সমানতালে কাজে লাগে দুধ। চুলের ডগা ফাটার সমস্যা থেকে শুরু করে রুক্ষ এবং শুষ্ক ভাব দূর করতেও দুধের জুড়ি মেলা ভার। এছাড়া ঘরোয়া পদ্ধতিতে চুল স্ট্রেট অর্থাৎ হেয়ার স্ট্রেটনিংস করতে চাইলে দুধের সাহায্যে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক।

এর সাহায্যেই হবে বাজিমাত। কীভাবে এই প্যাক তৈরি করবেন, কী কী উপকরণ প্রয়োজন, কীভাবে চুলে লাগাবেন- সবকিছুই জেনে নিন সবিস্তারে। 

হেয়ার প্যাক- কাঁচা দুধের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তারপর সেটা ফ্রিজে রেখে দিন অন্তত এক ঘণ্টা। কাঁচা তরল দুধের পরিবর্তে গুঁড়ো দুধ কিংবা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। একই উপকার হবে। একটু বেশি উপকার পেতে হলে একটা কলা পেস্ট করে এই মিশ্রণে মিশিয়ে নিতে পারেন।

কীভাবে চুলে লাগাবেন- অতি অবশ্যই গোসলের আগে এই হেয়ার প্যাক লাগাতে হবে। স্ক্যাল্প বা মাথার তালুতে এই মিশ্রণ বা প্যাক বেশি লাগাবেন না। মূলত এই প্যাক লাগাতে হবে চুলে লেংথ পোরশন বা লম্বা অংশে। আলতো হাতে একটু সময় নিয়ে লাগাতে হবে হেয়ার প্যাক। তাড়াহুড়ো করে ঘষে ঘষে লাগাতে যাবেন না। তার ফলে চুলের গোড়া আলগা হয়ে সমস্যা বাড়তে পারে। সারা চুলে এই হোমমেড বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি হেয়ার প্যাক লাগানো হয়ে গেলে তা শুকোতে দিন। অন্তত আধঘণ্টা চুলে এই প্যাক লাগিয়ে রাখুন। এরপর চুল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পালা।

চুল কীভাবে ধোবেন- নিয়মিত যে শ্যাম্পু ব্যবহার করেন তা দিয়েই পরিষ্কার করে চুল ধুয়ে নিন। প্রয়োজনে দু'বার ভাল করে শ্যাম্পু করে নেবেন। চুল ধোয়ার সময় মনে রাখবেন হেয়ার প্যাক যেন একটুও চুলে লেগে না থাকে। তাই খুব সাবধানে সময় নিয়ে ধৈর্য ধরে চুল পরিষ্কার করা প্রয়োজন। চুল শ্যাম্পু করে ধোয়ার সময় হাল্কা গরম পানি ব্যবহার করতে পারেন। এর ফলে তাড়াতাড়ি হেয়ার প্যাক চুল থেকে উঠে যাবে। 

এই পদ্ধতিতে বাড়িতে হেয়ার প্যাক বানিয়ে কয়েক সপ্তাহ টানা ব্যবহার করলেই আগের সঙ্গে চুলের পার্থক্য বুঝতে পারবেন। সপ্তাহে একদিন বা দু'দিন এই হেয়া প্যাক চুলে ব্যবহার করতে পারেন। চুল ধুয়ে নেওয়ার পর মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিলে বুঝতে পারবেন চুল কতটা নরম, মোলায়েম এবং সিল্কি হয়ে গিয়েছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি