ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঘুরে দাঁড়াতে পারবেন রোনালদো-এমবাপে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্ব ফুটবলে কিলিয়ান এমবাপে ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম শীর্ষে। কিন্তু উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় অধরাই রইল তাদের জন্য। বৃহস্পতিবার রাতে এমবাপের ফ্রান্স ২-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়, আর রোনালদোর পর্তুগাল ১-০ ব্যবধানে হারে ডেনমার্কের বিপক্ষে।

দুজনেই গোলশূন্য ছিলেন এবং তাদের দল প্রতিপক্ষের জালে বল পাঠাতে ব্যর্থ হয়। প্রতিপক্ষের মাঠে গিয়ে হারের পর এবার ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দুদলের সামনে।

আজ রাত ১টা ৪৫ মিনিটে নিজেদের মাঠ স্টেড দে ফ্রান্সে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। দুই গোলে পিছিয়ে থাকলেও কোচ দেদিয়ের দেশম আত্মবিশ্বাসী। তিনি বলেন, "মিডফিল্ড আরও সৃজনশীল হতে পারে। আমাদের কৌশলগত নির্ভুলতার অভাব ছিল, বিশেষ করে পাসিংয়ে।"

দেশম আরও যোগ করেন, "ক্রোয়েশিয়া দুর্দান্ত দল। তারা বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছে এবং নেশনস লিগের ফাইনালেও পৌঁছেছিল। তবে আমরা নিজেদের ভুল শোধরানোর চেষ্টা করব।"

এমবাপের ভূমিকা নিয়ে তিনি বলেন, "কিলিয়ান ফর্মে আছে। প্রথম লেগে কার্যকর ছিল না, কিন্তু প্রচুর চেষ্টা করেছে। এবার সে আরও প্রস্তুত থাকবে।"

ফরাসি মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি বলেন, "আমাদের কৌশলগত ভুল কমাতে হবে এবং পাসিংয়ে উদ্ভাবন আনতে হবে। প্রতিরক্ষায় আরও শক্তিশালী হতে হবে।"

এদিকে পর্তুগালও প্রস্তুত ডেনমার্কের ১-০ ব্যবধানের লিড টপকে সেমিফাইনালে ওঠার জন্য। তাদের হোম গ্রাউন্ড এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে লড়াইয়ে নামবেন রোনালদো ও তার সতীর্থরা।

প্রথম লেগে গোল করে রোনালদোর সামনেই ‘সিউ’ উদযাপন করেছিলেন ডেনমার্কের রাসমাস হয়লুন্দ। তবে এতে আপত্তি নেই পর্তুগিজ তারকার। তিনি বলেন, "এটা অসম্মান নয়। বিশ্বের অনেক খেলোয়াড়ই আমার উদযাপন অনুসরণ করে, যা আমার জন্য সম্মানের।"

আগামী ম্যাচ নিয়ে রোনালদো আশাবাদী, "ডেনমার্ক আমাদের চেয়ে ভালো খেলেছিল, কিন্তু এটি অতীত। এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং ম্যাচটি আমাদের ভক্তদের জন্য দারুণ হতে যাচ্ছে।"

আজ রাতে দুই মহাতারকার সামনে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষা। তারা কী পারবেন নিজেদের দেশকে সেমিফাইনালে তুলে নিতে? উত্তরের জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি