ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে ফ্রান্সের মায়োতে নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৫ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

প্রচণ্ড ঝোড়ো হাওয়া নিয়ে ঘূর্ণিঝড় চিডো শনিবার ফ্রান্সের ভারত মহাসাগরীয় অঞ্চল মায়োতে আঘাত হানে। এতে মায়োত অঞ্চলের অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১৫ ডিসেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ২৪৬ জন আহত হয়েছেন।  হাসপাতালে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়ছে।

ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের মধ্য দিয়ে বয়ে গেছে। নিকটবর্তী কোমোরোস এবং মাদাগাস্কার দ্বীপগুলোকেও প্রভাবিত করেছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

কর্মকর্তারা জানিয়েছেন, মায়োত অঞ্চলটি সরাসরি ঘূর্ণিঝড়ের পথে ছিল। শনিবার ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৯০ বছরের মধ্যে মায়োত্তে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘণ্টায় অন্তত ২২৬ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় অঞ্চলটির অনেক বসতি 'পুরোপুরি ধ্বংস' হয়ে গেছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে আছে। গাছ উপড়ে গেছে এবং ধাতব ছাদ এবং দেয়ালসহ উন্নত কাঠামো ভেঙে গেছে।

মায়োতের রাজধানী মামুদজুর মেয়র আম্দিনিলওয়াহেদু সৌমাইলা জানিয়েছেন, ঘূর্ণিঝড় চিডো মোজাম্বিক থেকে ৫০০ কিলোমিটার পূর্বে দ্বীপপুঞ্জে আঘাত হানার পরই মায়োতের তিন লাখ ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ থানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি