ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় কবলিতদের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৬ জুন ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাব। সম্প্রতি ক্লাবটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নেবু বুনিয়া গ্রামের দুর্দশাগ্রস্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।

ইয়ামাহা রাইডার্স ক্লাব মূলত ইয়ামাহা মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি, যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কর্মকান্ডের সাথে সাথে সমাজসেবামূলক কার্যক্রমেও অংশগ্রহণ করে। দেশব্যাপী তাদের রয়েছে ৩ হাজারেরও বেশি নিবন্ধিত সদস্য।

সম্প্রতি তাদের সমাজসেবামূলক কর্মকান্ডে অংশ হিসেবে শ্যামনগরে এই খাদ্যসামগ্রী বিতরণ করে। যাতে করে মানুষ এই দূর্যোগকালীন সময়ে অন্তত খাবারের অভাবটুকু পূরণ করতে পারে। 

এই কর্মসূচীতে সাতক্ষীরা ইয়ামাহা রাইডার্স ক্লাবের সকল সদস্য অংশ নেয়। এ সময় তারা ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি