ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা ৪শ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ১৭ মার্চ ২০২৩

আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালাউইতে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা ৪শ ছাড়িয়েছে।  এর মধ্যে শুধু মালাউইতেই প্রাণ গেছে ৩শর বেশি। 

মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা দুই দেশের কর্তৃপক্ষের। নিখোঁজ রয়েছেন অনেকে।  টানা বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।  

ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্লাবিত অসংখ্য ঘরবাড়ি ও রাস্তাঘাট। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।  তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো  নির্ণয় করা যায়নি। সংকট সামাল দিতে আন্তর্জাতিক সহায়তায় আহ্বান জানিয়েছে দুই দেশের সরকার।

গেল শনিবার দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকার অঞ্চলগুলোতে আঘাত হানে ফ্রেডি।  এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে প্রথম স্থলভাগে প্রবেশ করে এই ঝড়।

ফ্রেডিকে ইতিহাসের দীর্ঘস্থায়ী গ্রীষ্মমণ্ডলীয় ঝড়গুলোর একটি বলছেন গবেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকায় আঘাত হানা সবচেয়ে  ভয়াবহ  ঘূর্ণিঝড়ও এটি।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি