ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় রোয়ানু শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে

প্রকাশিত : ০৯:০৬, ২১ মে ২০১৬ | আপডেট: ১৬:১০, ২১ মে ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানু শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। দুপুর থেকে বিকেলের মধ্যে ঘূর্ণিঝড়টি বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারনে সৃষ্ট ঝড়ে ভোলায় বিদ্ধস্ত হয়েছে পাঁচশতাধিক ঘর-বাড়ি এবং ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছে দুজনের। এদিকে রোয়ানুর প্রভাবে শুক্রবার মধ্যরাত থেকেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আরো শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অফিস বলছে, এর প্রভাবে উপক’লসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। ঝড়ছে বৃষ্টি। ঝড়ে ভোলায় বিধ্বস্ত হয়েছে পাঁচশতাধিক ঘরবাড়ি। তজুমদ্দিনের শশীগ্রামে ঘর চাপা পড়ে মরা গেছে ২ জন। এদিকে ঘূর্নিঝড়ের প্রভাবে রাজধানী জুড়ে মধ্যরাত থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। রোয়ানুর কারনে শুক্রবার সদরঘাট টার্মিনাল থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি। তবে  বিভিন্ন গন্তব্য থেকে আসা কয়েকটি লঞ্চ ভিড়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি