ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে সরকার সব কিছু করবে
প্রকাশিত : ১৮:৩৯, ২ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৯, ২ জুন ২০১৭
ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে কক্সবাজার ও সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। তবে সাহায্যের জন্য বসে না থেকে, চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। শুক্রবার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনে সরকার সব কিছু করবে।
ঘুর্ণিঝড় ‘মোরা’র তাণ্ডবে কক্সবাজারে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫২ হাজার ৫শ’ ৩৯ টি পরিবার। গৃহহীন হয়ে পড়েছে ১৭ হাজার ২৩টি পরিবার।
নিম্ন আয়ের গৃহহীন বহু পরিবার এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
তবে জেলা প্রশাসক জানিয়েছেন, তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং ক্ষতিগ্রস্থ বাড়িঘরের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে সরকার প্রতিশ্র“তিবদন্ধ বলে মন্তব্য করেন তিনি।
এরপর বিকালে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও দু’শ পরিবারের মাঝে নগদ এক হাজার করে টাকা প্রদান করেন তিনি।
এছাড়া ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত বান্দরবানের ঘুমধুম, তুমব্র ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করে আওয়ামী লীগের আরেকটি প্রতিনিধি দল। এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উপকূলের মানুষের আশা, সরকারি-বেসরকারি সহায়তায় আবারো ঘুরে দাঁড়াতে পারবেন তারা।
আরও পড়ুন