ঘৃণার বাংলাদেশ চাই না: বদরুদ্দোজা চৌধুরী
প্রকাশিত : ১৯:৪৭, ২৮ নভেম্বর ২০১৭
আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। ঘৃণা করে কেউ কোনো দিন বড় হতে পারে না। ঘৃণার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্য বদ্ধির প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, আজকে সম্পূর্ন অযৌক্তিকভাবেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। লুটপাট করে খাওয়ার জন্যই তারা এ দাম বৃদ্ধি করেছে। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে এটা বাতিল করুন।
বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে তিনি আরো বলেন, আট বার তারা বিদ্যুতের দাম বাড়িয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একবার বা দু’বার বাড়াতে পারে কিন্তু এতবার কোন যুক্তিতে। একজন এডভাইজার বলেছেন এটা নাকি মামুলি ব্যাপার। তাদের লজ্জা হওয়া উচিৎ। তাদের কথা শুনে আমদেরই লজ্জা হয়।
তিনি আরো বলেন, গনতন্ত্র হলো সবার কথা শুনা। সবার মতের মূল্যয়ন করা। মিলে মিশে কাজ করা। তারা যদি সবার কথা শুনতো তাহলে দেশ আজ অন্যরকম হতো। আমরা এ দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি কিন্তু কি পেলাম।
শিশু ধর্ষনের মতো ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা নাবালক শিশু ধর্ষণ করে তাদের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদণ্ড। এবং এ আইন সাংবিধানিকভাবে পাশ হওয়া উচিৎ। রাষ্ট্রপতিকে এ ধরনের আসামীকে কখনোই ক্ষমা করা উচিৎ নয়।
তিনি তার নিজের কথা বলতে গিয়ে বলেন, আমার বয়স হয়েছে। যে কোনো সময় মারা যেতে পারি। বয়সের এমন প্রান্তে এসে বাধ্য হয়ে এখানে এসেছি। এভাবে দেশ চলতে পারে না। শুধু এ দেশর মানুষের জন্যই এখানে আমার আসা। তাই আমি বলবো অন্যায়ের প্রতিবাদে ছাত্র-শিক্ষক, পেশাজীবি সকল শ্রেণীর মানুষকে রাস্তায় নামতে হবে। আমরা নেমেছি আপনারাও আসুন।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জে. এস. ডি’র সভাপতি আসম রব, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো অনেকে। তারা সবাই অবিলম্বে বিদ্যুতের মূল্য বদ্ধির আদেশ বাতিলের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুমকি দেন।
/ এআর /
আরও পড়ুন