ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চকবাজার অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

প্রকাশিত : ১০:২৪, ২ মার্চ ২০১৯ | আপডেট: ১২:৪৭, ২ মার্চ ২০১৯

চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জাকির হোসেন মারা গেছেন।  শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর ফলে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১-এ।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, জাকির হোসের (৩৫) শরীরের পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয়।

বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নয়জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন মারা গেছেন। আর ২ জন এখনো বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন।  তাদের মধ্যে জাকিরের সেলিমের (৪৪) শরীরের ১৪ শতাংশ ও মাহমুদুলের (৫২) শরীরের ১৩ শতাংশ পুড়ে গেছে।


এর আগে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান রেজাউল ২২, আনোয়ার হোসেন (৫০) ও সোহাগ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়।

 

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি