চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
প্রকাশিত : ১২:১৩, ৪ মার্চ ২০২৩
কক্সবাজারের চকরিয়ায় বাস ও লেগুনা গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন আরও দুইজন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইমন চৌধুরী জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী জিলানী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের করমুহুরীপাড়ার মৃত জানু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৪) এবং একই ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকার আবুল বশরের ছেলে মো. হামিদুল্লাহ (২৯)।
তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। হতাহতরা সবাই লেগুনা গাড়ীর যাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক ইমন চৌধুরী বলেন, শনিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের কলাতলী জিলানী পুকুরপাড় এলাকায় কক্সবাজারমুখি বিজিবির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আমিরাবাদগামী লেগুনা গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজনকে নিকটবর্তী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এসময় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুর্ঘটনাকবলিত গাড়ী দুটি পুলিশ জব্দ করেছে।
পরিদর্শক আরও জানান, নিহতদের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এএইচ
আরও পড়ুন