ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

চকোলেট বাড়ি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৩ অক্টোবর ২০১৮

চকোলেট দিয়ে বাড়ি বানানোর কথা এতোদিন গল্পেই শোনা যেত। এবার জানা গেলো বাস্তবে। ফ্রান্সে একটি কটেজ তৈরি হয়েছে সম্পূর্ণ চকোলেট দিয়ে।   

হ্যাঁ, খাওয়া যায় এমন চকোলেট দিয়েই তৈরি হয়েছে এই কটেজটি। প্যারিসের দক্ষিণ পশ্চিম শহরতলিতে অবস্থিত সেভরেস অঞ্চলে এক চকোলেট কটেজটি নির্মিত হয়েছে। শিল্পীর নাম জঁ-লুক দেক্লুজিউ। চকোলেট দিয়ে নানা শিল্পকর্মের জন্য ইতিমধ্যেই বিখ্যাত তিনি।

এই কটেজে সবটাই চকোলেট নির্মিত। ছাদ, মেঝে, ফায়ারপ্লেস, ঘড়ি, বই এমন কি ঝাড়বাতি পর্যন্ত চকোলেট দিয়ে বানানো। বাড়িতে ফুলের স্তবক ও পুকুরও চকোলেট দিয়ে তৈরি করা!

শুনেই অবাক লাগছে? স্বাভাবিক। আরও অবাক হবেন যদি আমরা আপনাকে জানাই যে এই কটেজে আপনি থাকতেও পারবেন। হোটেল রিজার্ভেশন ওয়েবসাইট বুকিং ডটকমের মতে, এই চকোলেট কটেজে রাত্রিযাপন করতে ইচ্ছুক ব্যক্তিরা অক্টোবরের ৫ ও ৬ তারিখে বুকিং সারতে পারেন।

চকোলেট কটেজে রাতে থাকলে একটি কর্মশালাতেও অংশ নিতে পারবেন আপনি। সেই কর্মশালায় শেখানো হবে কীভাবে ছোট্ট চকোলেট কটেজ বানানো যায়। এই কটেজে খাবার দেওয়া হবে চকোলেটের তৈরি বাগানে।

সূত্র : এনডিটিভি।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি