চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি
প্রকাশিত : ১৮:২৩, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৩, ১ অক্টোবর ২০১৬
সড়ক-মহাসড়কে ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ এবং আলাদা টার্মিনাল নির্মাণসহ ৭ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দিয়েছে চট্টগ্রাম ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মেদ। পরিবহন মালিকরা অভিযোগ করেন, ওভার লোডিং চেকিংয়ের নামে মহাসড়কের বিভিন্ন স্থানে প্রকাশ্যে চাঁদা আদায় করা হচ্ছে। পথে পথে পণ্যবাহী ট্রাকে চুরি-ডাকাতি এমনকি চালকদের হত্যা করা হলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। মহাসড়কের বিভিন্ন স্থানে অবাধে পণ্যবাহী ট্রাকে লুটপাট করায় পরিবহন মালিকরা সর্বস্বান্ত হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব অনাচার বন্ধে অবিলম্বে ৪ দফা দাবি মেনে না নিলে লাগাতার ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুমকি দেয়া হয়।
আরও পড়ুন