চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃত্বে সালাহউদ্দিন রেজা-দেবদুলাল
প্রকাশিত : ১৩:৪০, ১ জানুয়ারি ২০২৩
চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সভাপতি সালাহউদ্দিন রেজা, সম্পাদক দেবদুলাল ভৌমিক।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত সেটি বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৫টি পদে মোট ২৫৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার পেয়েছেন ৯৩ ভোট। এছাড়া বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী ৩৬ ভোট এবং প্রতিদিনের সংবাদের ব্যুরো প্রধান কাজী আবুল মনসুর ৩০ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ১৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সহ সভাপতি পদে এটিএন বাংলার মনজুর কাদের মনজু ১২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে পূর্বদেশের সিনিয়র সহ সম্পাদক দেবদুলাল ভৌমিক ৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক পদে রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র সহ সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র আলোকচিত্রী সোহেল সরওয়ার নির্বাচিত হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে বাংলানিউজের সিনিয়র রিপোর্টার আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খোরশেদুল আলম শামীম জয়ী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসীম চৌধুরী সবুজ, মোয়াজ্জেমুল হক, আইয়ুব আলী এবং মনজুরুল আলম মঞ্জু।
এর আগে ১৪ ও ১৫ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রদান, ১৭ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ, ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার এবং ২০ ডিসেম্বর দুপুর ১২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
কমিশনার ওমর কায়সারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন মো. নিযাম উদ্দিন, জালাল উদ্দিন আহমদ চৌধুরী, জাকির হোসেন লুলু ও শেখর ত্রিপাটি।