ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল করার তাগিদ

প্রকাশিত : ০৮:৫৯, ১০ মে ২০১৬ | আপডেট: ০৮:৫৯, ১০ মে ২০১৬

চট্টগ্রাম বন্দরকে আরো গতিশীল করার তাগিদ দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। এজন্য দ্রুত উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছেন তারা। এ’ অবস্থায় ৪১ হাজার কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম ধাপে ১৩শ’ কোটি টাকা ব্যয়ে কেনা হচ্ছে গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক যন্ত্রপাতি। এ জন্যে আন্তর্জাতিক দরপত্রও আহ্বান করা হয়েছে। দেশের আমদানী-রফতানীর ৮০শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বিশ্বব্যাপী বাল্ক কার্গোর পরিবর্তে কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরেও বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং। গত বছর বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে রেকর্ড ২০লাখ। প্রবৃদ্ধি বেড়েছে ১৭শতাংশ। এ অবস্থায় বন্দরকে আরো গতিশীল করতে বন্দরের আধুকিায়ন দরকার  বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে বন্দরের উন্নয়নে আগামী দশ বছরে ৪১ হাজার কোটি টাকার নতুন প্রকল্প নেয়ার কথা জানিয়েছে বন্দর কর্তপক্ষ। তারা জানিয়েছে প্রাথমিকভাবে ১৩শ ২০ কোটি টাকা ব্যায়ে কেনা হচ্ছে গ্যান্টি ক্রেনসহ ৬১টি ধরনের যন্ত্রপাতি। এরইমধ্যে শুরু হয়েছে সব প্রক্রিয়া। এসব যন্ত্রপাতি যুক্ত হলে বন্দরের সক্ষমতা বাড়বে বলে মনে করেন এই কর্মকতা। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি